ঢাকা, শনিবার ১৩, ডিসেম্বর ২০২৫ ১৯:৪২:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাদির সর্বোত্তম চিকিৎসার আশ্বাস প্রধান উপদেষ্টার নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা বিশ্বে প্রতি ২০ নারীর মধ্যে একজন স্তন ক্যান্সারে আক্রান্ত ভোটে প্রার্থী হতে পারবেন না পলাতক ব্যক্তিরা ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

আম্বানিদের বিয়েতে ৩ কেলেঙ্কারি! 

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৪ পিএম, ১৫ জুলাই ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বের তাবড় তারকারা এক হয়েছিলেন আম্বানিপুত্রের বিয়েতে। কবজি ডুবিয়ে খাওয়ার পাশাপাশি নেচে গেয়ে আনন্দঘন সময় কাটিয়েছেন তারা। সেসব ভাইরালও হয়েছে। এরমধ্যে কয়েকটি কেলেঙ্কারিও ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

তবে কেলেঙ্কারি আম্বানিরা না, ঘটিয়েছেন অতিথিরা। শুরু হোক বচ্চন পরিবার দিয়ে। অমিতাভ বচ্চনের গোটা পরিবার দুই ভাগ হয়ে অংশ নিয়েছিল অনন্ত-রাধিকার নিয়েতে। এক দলে ছিলেন অমিতাভ-জয়া। তাদের সঙ্গে মেয়ে শ্বেতা নন্দা, জামাই নিখিল নন্দা, ছেলে অভিষেক বচ্চনক।

অন্যদলে মেয়ে আরাধ্যাকে নিয়ে ঐশ্বরিয়া বচ্চন একা। মেয়ের সঙ্গে ছবি তুলেছেন। তারপর পা রেখেছেন বিয়েবাড়িতে। সেখানে তিনি রেখার ঘনিষ্ঠ! রেখা আর ঐশ্বরিয়া পরস্পরকে জড়িয়ে ধরেছেন। মুহূর্তেই ভাইরাল হয়েছে ছবিগুলো। তাই দেখে নেটাগরিকরা মনে করছেন বিগ-বির প্রাক্তন নিশ্চয়ই কু-মন্ত্রণা দিচ্ছেন রাই সুন্দরীকে। 

আরও একটি কেলেঙ্কারি ঘটিয়েছেন হার্দিক পাণ্ডিয়া। একই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন অনন্যা পাণ্ডে। দুই সমব্যথী কি বিয়ের বাসরে অভিন্ন হৃদয় হওয়ার পথে হাঁটলেন? ভাইরাল হওয়া একাধিক ভিডিও তেমনই ইঙ্গিত দিচ্ছে। এদিন অনন্যার সঙ্গে অনেকটা সময় দেখা যায় হার্দিককে। দু’জনে একসঙ্গে নাচের ছন্দে পা-ও মেলান।

তৃতীয় কেলেঙ্কারিতে নাম উঠেছে কার্দাশিয়ানদের। হলিউড তারকা কিম ও ক্লোয়ি কার্দাশিয়ান এসেছিলেন আম্বানিদের বিয়েতে। সেখানে কিমের সাজে মুগ্ধ হয়েছেন সবাই। তবে ক্লোয়ির সাজে নাক সিটকিয়েছেন নেটিজেনরা। তারা ক্লোয়িকে রাখির সাওয়ান্তের সঙ্গে তুলনা করেছেন।